অস্ট্রেলিয়ায় সিদ্ধান্ত নিতাম আমি, কৃতিত্ব নিতো অন্য কেউ: আজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের লজ্জায় শুরু। ৮ উইকেটে হেরে মাথা হেঁট করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে যান বিরাট কোহলি। ভারপ্রাপ্ত নেতৃত্ব পান আজিঙ্কা রাহানে। তারপর তো অবিশ্বাস্য সাফল্য। ইনজুরিতে তারকাদের অনুপস্থিতিতে অনভিজ্ঞ এক দল নিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ে ভারত। কিন্তু যতটা কৃতিত্ব প্রাপ্য তা পাননি রাহানে, বরং সইতে হয়েছে লাঞ্ছনা গঞ্জনা।

কোহলি, রোহিত শর্মা ও মোহাম্মদ শামির অনুপস্থিতিতে শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দরদের নিয়ে ভারতের সাফল্যে নেতৃত্ব দেন রাহানে। মেলবোর্নে ৮ উইকেটের জয়ে তো ম্যাচসেরা হয়েছিলেন তিনি সেঞ্চুরি হাঁকিয়ে।

এমন কল্পনাতীত সাফল্যের পরও সেভাবে প্রচারের আলোয় আসতে পারেননি রাহানে। বরং গত বছর ১৩ টেস্ট খেলে ২০.৮২ গড়ে মাত্র ৪৭৯ রান করে সমালোচনার শিকার হয়েছেন।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সাফল্যের পর সেই কৃতিত্ব অন্য কেউ নিয়েছেন দাবি রাহানের। ‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’র একটি অনুষ্ঠান পর্বে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি, আমি সেখানে কী করেছি। কাউকে আমার বলার প্রয়োজন নেই। কৃতিত্ব নেওয়া আমার স্বভাব নয়। হ্যাঁ, একটা ব্যাপার ছিল যে আমি মাঠে কিংবা ড্রেসিংরুমে সিদ্ধান্তগুলো নিতাম কিন্তু অন্য কেউ এর কৃতিত্ব নিতো।’

তিনি যোগ করেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল যে আমরা সিরিজ জিতেছিলাম। ওটা ছিল ঐতিহাসিক সিরিজ এবং আমার জন্য ছিল সত্যিই বিশেষ কিছু।’

রাহানে কারো নাম না জানালেও ধারণা করা হচ্ছে তৎকালীন কোচ রবি শাস্ত্রীকে ইঙ্গিত করেছেন তিনি। ওই সিরিজ জয়ের পর দলের পারফরম্যান্সের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন শাস্ত্রী এবং প্রাণহীন ড্রেসিংরুমে প্রাণ ফেরানোর স্থপতি মনে করা হয় তাকে। এমনকি ওই সাফল্যের জন্য দলের কণ্ঠস্বরে পরিণত হন তিনি।

রাহানে বললেন, “তারপর থেকে লোকেদের প্রতিক্রিয়া বা যারা কৃতিত্ব নিয়েছিল কিংবা মিডিয়ায় বলেছিল ‘আমি এটা করেছি’ কিংবা ‘এটা ছিল আমার সিদ্ধান্ত’, এসব তাদের কথা বলার বিষয়। আমার দিক থেকে আমি জানতাম মাঠে আমি কী সিদ্ধান্ত নিয়েছি কিংবা আমার প্রবৃত্তি থেকে কী পরিকল্পনা করেছি।”

এসব বিষয় হেসে উড়িয়ে দিয়েছিলেন রাহানে, ‘আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। আমি এসব হেসে উড়িয়ে দিতাম, মাঠে আমি সেটাই করি। নিজেকে নিয়ে বেশি কথা বা নিজেকে কৃতিত্ব কখনো দেই না। কিন্তু আমি সেখানে কী করেছি, সেটা আমি জানি।’

 

পূর্ববর্তী নিবন্ধকুরুচিকর মন্তব্যের পাল্টা জবাব দিলেন স্বস্তিকা দত্ত
পরবর্তী নিবন্ধহৃতিক রোশানকে বিয়ে করতে চান গায়ত্রী