অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপে ভারত

পপুলার২৪নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক ভারত। লাঞ্চের আগে তারা ১০০ রান তুলতে পারেনি। উপরন্তু হারিয়েছে ২টি উইকেট। দুই উইকেটের একটি পেসার মিচেল স্টার্ক এবং আরেকটি স্পিনার নাথান লিওন দখল করেছেন। লাঞ্চের আগ পর্যন্ত এই দুটি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭২।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় কোহলি বাহিনী। মিচেল স্টার্কের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অভিনব (০)। আউট হওয়ার আগে তিনি ৭টি বল মোকাবেলা করেছেন। অভিনবর বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার লোকেশ রাহুল এবং চেতেশ্বর পুজারা। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৬১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। তবে এসময় ভারতীয় শিবিরে হানা দেয় স্পিন জুজু। নাথান লায়নের বলে পুজারার (১৭) সহজ ক্যাচ নেন পিটার হ্যান্ডসকম্ব। এই রিপোর্ট লেখা পর্যন্ত লোকেশ রাহুল ৪৮ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ম্যাচটি তিন দিনের মধ্যেই ৩৩৩ রানে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ডাকাতি নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ২
পরবর্তী নিবন্ধবলিউডের কয়েকটি ব্যয়বহুল ডিভোর্স