অস্ট্রেলিয়া যাওয়া হলো না প্রিতমের, ছুরিকাঘাতে হারালেন প্রাণ

নিউজ ডেস্ক:

চার মাস আগে বিয়ে হয়েছে জাররাফ আহমেদ প্রিতমের (৩০)। স্ত্রী উচ্চতর পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে গেছেন। কয়েকদিন পর তিনিও যাবেন। ইস্তফা দিয়েছেন চাকরি থেকে। কিন্তু প্রিতমের আর অস্ট্রেলিয়া যাওয়া হলো না। গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো তার।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর রাতে রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ নম্বর যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েন প্রিতম। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতকরা। আহত অবস্থায় রাস্তা পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রিতমের গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর গ্রামে। তার বাবার নাম বদরুজ্জামান। তিনি ঢাকার মিরপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।একই এলাকায় বসবাস করতেন।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিহত প্রিতমের শ্যালক মীর পিয়াস জানান, মঙ্গলবার রাতে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রিতম। ভোরবেলা গাবতলীতে বাস থেকে নেমে তিনি মিরপুরে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ প্রয়োজনীয় জিনিস ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, কয়েকদিন পরই অস্ট্রেলিয়া চলে যেতেন প্রিতম। এজন্য চাকরি ছেড়ে ছিলেন। কিন্তু ঢাকায় ফিরে তিনি লাশ হয়ে গেলেন। এ খবর তার বাবাকে দেওয়া হয়নি। কারণ তার বাবা কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি করেছেন। তার স্ত্রীকেও তারা খবরটি দিতে পারেননি।

তিনি বলেন, আমরা প্রিতমকে মঙ্গলবার সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খোঁজ নিয়ে জানতে পারি প্রিতমের লাশ সেখানে আছে। আজ লাশ বুঝে পেয়েছি। তাকে গ্রামে দাফন করা হবে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান প্রিতমের শ্যালক।

এ বিষয়ে দারুস সালাম থানার এসআই রেজাউল করিম বলেন, প্রিতম নামে এক যুবক ছিনতাইয়ের কবলে পড়ে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করতে পারিনি। কারণ যে এলাকায় তিনি ছিনতাইয়ের কবলে পড়েছিলেন তার আশপাশে কোন সিসি ক্যামেরা নেই।

পূর্ববর্তী নিবন্ধনেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে হিসাব হচ্ছে: ড. ইউনূস