অস্কার মনোনয়ন থেকে ছিটকে পড়ল ‘বাহুবলি’

পপুলার২৪নিউজ ডেস্ক:নিকট অতীতের সবচেয়ে ব্যবসাসফল আর জনপ্রিয় ছবি ‘বাহুবলি: দ্য কনক্লুশন’। মুক্তির প্রথম দিনেই শতকোটির ব্যবসা হয় পরিচালক রাজমৌলির।কিন্তু অস্কারে বিদেশি ভাষার সিনেমা বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়নি ‘বাহুবলি: দ্য কনক্লুশন’।

তবে এতে কোনো আক্ষেপ নেই পরিচালক রাজমৌলির। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।বিশ্বব্যাপী  ১৭০০ কোটির উপরে ব্যবসা করেছে এস এস রাজমৌলির  বাহুবলী: দ্য কনক্লুশন। উন্নত গ্রাফিক্স, ঝকঝকে প্রিন্ট ও সুন্দর গল্পের সিনেমা হিসেবে মুক্তির আগেই আলোচনায় আসে এ ছবি।আইএনএস’কে দেয়া সাক্ষাৎকারে রাজমৌলি বলেন, পুরস্কারের জন্য আমি বাহুবলি-টু বানাইনি। আমার প্রথম লক্ষ্য ছিল নিজেকে সন্তুষ্ট করা আর দ্বিতীয় লক্ষ্য ছিল ব্যবসা করা। দুটোই আমি অর্জন করতে পেরেছি। আমার আর বেশি কিছু চাওয়ার নেই। যদি বাহুবলি পুরস্কার পায়, আমি খুশি হব নিঃসন্দেহে। তবে না পেলে কষ্ট পাব না কারণ এটা আমার লক্ষ্য ছিল না।

মহাভারত নিয়ে ছবি বানানোর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন,এটা আমার স্বপ্ন যে কখনও হয়তো মহাভারত নিয়ে সিনেমা বানাব। কিন্তু সেটা অনেক অর্থ ও সময়ের ব্যাপার। এই মুহূর্তে এ নিয়ে ভাবছি না।

সম্প্রতি অস্কার পুরস্কারে প্রতিযোগিতা করার জন্য মনোনীত হয়েছে হিন্দি সিনেমা নিউটন।অমিত ভি মসুরকরের পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছের রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, রঘুবীর যাদব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখুচরা বাজারে চালের দাম না কমায় মনিটরিং দাবি ক্রেতাদের
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাপানের