অসুস্থ মেয়র আইভী ল্যাবএইড হাসপাতালে ভর্তি

পপুলার২৪নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর ছোট ভাই আলী আহম্মদ রেজা উজ্জল।

এর আগে মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগর ভবনে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভী। তাকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে মেয়রকে ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন (আরএমও) আসাদুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে মেয়র আইভীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চার সদস্যের একটি মেডিকেল টিম তার পরীক্ষা-নিরীক্ষা করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন পিস্তল উচিয়ে বেশ কয়েক রাউন্ড করে।

সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। সেই সঙ্গে আহত হয় সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ বেশ কয়েকজন। আহত হওয়ার দুইদিন পর অসুস্থ হন মেয়র আইভী।

পূর্ববর্তী নিবন্ধ‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সরকার ৩ দিনও টিকবে না’
পরবর্তী নিবন্ধপ্রেমিককে কুপিয়ে আটক ছাত্রী লাভলী কারাগারে