অসুস্থ্য রাজনীতিচর্চা নতুন প্রজন্মকে ধংস করছে: আইয়ূুব আলী

নুর উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে সম্ভাব্য সতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী বলেছেন, ছাতক-দোয়ারা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যে কোন মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ্য প্রতিযোগীতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের ৪৭ বছরেও আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হয়নি। লুটপাটের রাজনীতি ও ব্যর্থ নেতৃত্বের একগুয়েমির ফলে জনগণ রাজনীতি ও রাজনীতিবিদদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অসুস্থ্য রাজনীতিচর্চা ক্রমশ দেশ, সমাজ ও নতুন প্রজন্মকে ধংস করছে। বর্তমানে রাজনীতি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। তাই আমলা ও পুজিঁপতিরা শিল্প কল-কারখানা তৈরি না করে বিনিয়োগ করছে এমপি, মন্ত্রী, মেয়র বা জনপ্রতিনিধি হওয়ার প্রতিযোগীতায়। দুর্নীতি আজ মুলনীতিতে রূপ নিয়েছে, যা দেশ জাতির জন্য মরণব্যাধী এইডসের চেয়ে ভয়ঙ্কর। দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় স¤পদ লুন্ঠনকারী দুষ্টচক্রের কাছে অর্থ ও ক্ষমতার দাপটে সৎ ও নিষ্ঠাবানরা জিম্মি হয়ে আছে। অন্যায়ভাবে মানুষের ওপর মিথ্যা প্রভাব বিস্তার করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত নয় । কেন যে মানুষ ক্ষমতা পেলে বা ক্ষমতায় গেলে এমন উদ্ধত, অহংকারী ও বেপরোয়া হয়ে যায়? মানুষ কি জানে না বা দেখে না যে, ক্ষমতা চিরস্থায়ী নয়। মুক্তিযুদ্ধের চেতনায় শোষন ও বৈসম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। তাই আমাদেরকে পরিবর্তনের জন্য সুসংগঠিত হতে হবে। শ্রমজীবি মেহনতি মানুষের কল্যাণে ভোগবাদী চিন্তার বদলে মানবসেবার চেতনা বিস্তারে পরিবর্তন নিয়ে আসতে হবে। আজ শনিবার দুপুর ২ ঘটিকার সময় তাঁর নিজ বাসভবনে আয়োজিত গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তাঁর রাজনৈতিক সচিব ও ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায় শামীম আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি হাজী রইছ আলী, আব্দুর রহমান, পীর কমর আলী, লেইছ মিয়া তালুকদার, মনির মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি সদস্য সুরেতাজ আলী, রেহেনা বেগম, চান্দালী, বাউল চন্দন মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গুয়ার জীববৈচিত্র্যের সুরক্ষা হয়নি দেড় দশকেও
পরবর্তী নিবন্ধসাড়া ফেলেছে ওয়ালটনের ক্যাসেট টাইপ এসি