নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসকদের নিজ নিজ শহরে বিশেষ বিশেষ কিছু নিদর্শন রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন তাদের নামে কোথাও কোনো কিছু হবে না। এমনকি সরকারে যারা আছেন তারা কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন করতেও যাবেন না।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ সবার দাবি-দাওয়া মেটানো নয়, বরং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ। একটি সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে জেলা প্রশাসকরা আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমরা আজ ডিসিদের সঙ্গে বসেছিলাম। আমরা তাদের কিছু দিক নির্দেশনা দিয়েছি। স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলো চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। তার কারণগুলো হলো অনেকগুলো প্রকল্পের ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। অনেক প্রকল্পের টাকা নিয়ে তারা চলে গেছেন, অনেক অসমাপ্ত প্রকল্প রয়ে গেছে। এছাড়া আগে যেমন স্থানীয় প্রতিনিধি ছিল তাদের কাছ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে অনেক প্রকল্প নেওয়া হলেও এই প্রকল্পগুলোর চাহিদা ছিল। এখন তো তারা নেই। আমরা ডিসিদের বলেছি তাদের নিজেদের উদ্যোগেই স্থানীয়ভাবে যেগুলো জনহিতকর প্রকল্প রয়েছে এগুলো রানিং করতে হবে। যেমন রাস্তা-ঘাট নির্মাণ, অনেক রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো ভগ্ন দশা এগুলো যেন তারা নিজেদের উদ্যোগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পগুলো অর্ধ সমাপ্ত হয়ে আছে ঠিকাদার চলে গেছে বা পাওয়া যাচ্ছে না এ প্রকল্পগুলোকে আবার কীভাবে শুরু করা যায় নতুন ঠিকাদার নিয়ে এবং জনহিত কর প্রকল্পগুলো যাতে বিলম্ব না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের যে নতুন প্রকল্পগুলো জানুয়ারি থেকে নিয়েছি এগুলো যাতে দায়িত্ব নিয়ে তারা দেখভাল করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আগে জেলা প্রশাসকের নামে অনেক কিছু হতো। আজকে সবকিছুই রাজনৈতিক ব্যক্তিদের নামে হয়, প্রশাসকদের নামে কিছু হয় না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের নামে কোথাও কোনো কিছু হবে না। আমরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যেতে চাই না, আমাদের একমাত্র কাজ হলো একটি সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাওয়া।