‘অশ্লীল’ শব্দ ব্যবহার,জনি বেয়ারস্টোকে আইসিসির শাস্তি

পপুলার২৪নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক ম্যাচে ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে দোষী সাব্যস্ত হলেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এ জন্য তাকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

অশ্রাব্য কথা বলে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন বেয়ারস্টো। তাই তাকে এ শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। গেল রোববার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে এ আচরণবিধি ভঙ্গ করেন তিনি।

ইংল্যান্ড ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে ঘটনাটি ঘটে। ব্যাটিং তাণ্ডব চালিয়ে ওই সময় ১৭ বলে ৪৭ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। বল করতে আসেন জিমি নিশাম। তার বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি আউট হয়ে যান তিনি।

এর পরই অকথ্য এক শব্দ ব্যবহার করেন বেয়ারস্টো। পরে সেটি স্টাম্প মাইকে ধরা পড়ে। এ কারণে তার ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

৫ ম্যাচ সিরিজের প্রথম চারটিতে দুটি করে জেতে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। ফলে পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। দুদলের ফাইনালি লড়াইও হয় জমজমাট। নির্ধারিত ২০ ওভারে ম্যাচটি টাই হয়। পরে সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না : কাদের
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের সেবা উদ্বোধন