অর্থবহ নির্বাচন দরকার : আনিসুল হক

পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যবসাবান্ধব বিনিয়োগের জন্য দেশে একটি অর্থবহ নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

আজ শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে শুরু হওয়া সমুন্নত রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, গণতান্ত্রিক পরিবেশে ভালো নির্বাচন হোক, এটি সবার কামনা। আর দেশে ব্যবসাবান্ধব বিনিয়োগের জন্যও একটি অর্থবহ নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হচ্ছে না। সব রাজনৈতিক দল ইসির সাথে আলোচনা করছে। ফলে নির্বাচন কমিশন (ইসি) চাইলে একটি অর্থবহ নির্বাচন সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধঘুরে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক লোকসান কাটিয়ে ২০০ কোটি টাকা লাভে
পরবর্তী নিবন্ধরায় বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষিত হলো : মওদুদ