বিনোদন ডেস্ক
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেত্রী রেহানা সুলতান গুরুতর অসুস্থ। সম্প্রতি তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তার চিকিৎসায় বিলম্ব হচ্ছিল। এ পরিস্থিতিতে তার সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (আইএফটিডিএ) প্রেসিডেন্ট অশোক পন্ডিত ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, অভিনেত্রী রেহানা সুলতানের চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি, রমেশ তাওরানি এবং বরেণ্য গীতিকার জাভেদ আখতার।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অশোক পন্ডিত বলেন, ‘রেহানা সুলতান ভালো নেই। বেশ কিছু দিন ধরে তিনি আমার সঙ্গে যোগাযোগ করছেন। তার হৃদযন্ত্রের সমস্যা ছিল, তার হার্টের ভালভে সমস্যা ছিল। কিছু দিন আগে শারীরিকভাবে খারাপ বোধ করেন। এরপর তার ভাই ঋষভ শর্মা আমাকে ফোন করে জানান, রেহানা সুলতান গুরুতর অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তার চিকিৎসা করাতে পারছেন না।’
৭৩ বছর বয়সি রেহানা সুলতানের অসুস্থতার খবর জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (আইএফটিডিএ) প্রেসিডেন্ট অশোক পন্ডিত। আইএফটিডিএ-এর হস্তক্ষেপের পর কোনোরকম টাকা জমা না দেওয়ার পরও চিকিৎসা চালিয়ে নিতে শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অর্থ সহায়তার কথা জানিয়ে অশোক পন্ডিত বলেন, ‘রোহিত শেঠি, রমেশ তাওরানি, জাভেদ আখতার সাহেব, রাজেন সাহানি, সুনীল বোহরা, বিপুল শাহ, টেলিভিশন প্রযোজক রাজন শাহীকে ফোন করেছিলাম। খুব দ্রুত তারা চিকিৎসার জন্য হাসপাতালের অ্যাকাউন্টে অর্থ জমা করেন।’
রেহানা সুলতানের শারীরিক অবস্থার কথা জানিয়ে অশোক পন্ডিত বলেন, ‘রেহানা সুলতানের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ভবিষ্যতে রেহানা সুলতানের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব।’
১৯৭০ সালে ‘চেতনা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রেহানা সুলতান। একই বছর ‘দস্তক’ সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী। সত্তর ও আশির দশকের জনপ্রিয় এ অভিনেত্রী তার ক্যারিয়ারে ৩৩টি সিনেমায় অভিনয় করেছেন।