অভিযানের খবরে বাস কমেছে মতিঝিলে

নিজস্ব প্রতিবেদক:

রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে রোববার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত।

কিন্তু অভিযানের আগাম খবর পেয়ে মতিঝিল এলাকায় বাসের সংখ্যা কমে যায়। পরে অভিযানস্থল পরিবর্তন করে গুলিস্তানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী আজ বেলা ১১টায় মতিঝিল এলাকায় তারা অভিযান শুরু করেন। অভিযানের খবরে ওই এলাকার সড়কে বাস চলাচল কমে যায়। পরে দুপুর ১২টার দিকে মতিঝিল থেকে গুলিস্তানে চলে যান ভ্রাম্যমাণ আদালত। এখন তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করছেন।

অভিযানস্থল পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানাননি ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। এর আগে গতকাল (২ অক্টোবর) তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে এ অভিযান চালানো হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড জয়ে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
পরবর্তী নিবন্ধতালেবানের সমর্থনে আফগানিস্তানে হাজারো মানুষের সমাবেশ