পপুলার২৪নিউজ ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের গৃহায়ন ও নগর উন্নয়নমন্ত্রী বেন কারসন বলেছেন, আফ্রিকা থেকে আসা ক্রীতদাসরাই ‘অভিবাসী’ ছিলেন, যারা আমেরিকায় নিজেদের ভাগ্য উন্নয়নের স্বপ্ন বুনতেন।
সোমবার ওয়াশিংটনে গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন কারসন। এ ধরনের মন্তব্যে মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর এএফপির।
কারসন বলেন, এটাই আমেরিকা, স্বপ্ন ও সুযোগ তৈরির ভূমি। কৃষ্ণাঙ্গ বেন কারসন অবসরপ্রাপ্ত নিওরোসার্জন, যিনি ডেট্রুয়েট শহরের এক বস্তিতে বেড়ে উঠেছেন।
তিনি বলেন, ‘অভিবাসীরা ক্রীতদাসের জাহাজে করে এখানে এসেছেন এবং এখানে দীর্ঘদিন কাজ করেছেন। তাদের এমন স্বপ্ন ছিল- এ ভূখণ্ডে একদিন তারা তাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি, প্রপৌত্র-প্রপৌত্রীদের সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবেন।’
এমন মন্তব্যে কারসনকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ নাগরিক অধিকার সংস্থা এনএএসিপি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্য বন্ধের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের একটি সামাজিক ন্যায়বিচার গোষ্ঠী আনা ফ্রাঙ্ক সেন্টার ফর মিউচ্যুয়াল রেসপেক্ট জানায়, কারসনের এ ধরনের মন্তব্য ‘দুঃখজনক, হতাশাজনক ও অগ্রহণযোগ্য’। গোষ্ঠীটির নির্বাহী পরিচালক স্টিভেন গোল্ডস্টেইন কারসনকে উদ্দেশ্য করে বলেন, ‘না, মন্ত্রী কারসন, ক্রীতদাসরা আমেরিকার অভিবাসী ছিলেন না।’
কারসনের এ ধরনের বিরূপ মন্তব্য প্রথম কোনো ঘটনা নয়। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে লড়েছেন তিনি।