নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাট্যাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ও গুণী অভিনেতা আবুল হায়াত। এদেশের স্বাধীনতা পরবর্তী যে কজন বরেন্য নাট্যব্যাক্তিত্ব তাদের সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা অভিষিক্ত হয়ে রয়েছেন তাদের অন্যতম তিনি । সত্তর দশক থেকে আজ অবধি তার অভিনয়ের জাদুতে মুগ্ধ বাংলা নাটকের দর্শক-শ্রোতা ।অভিনয়ের জাদুকর আবুল হায়াত পর্দার সামনে কিংবা পেছনে থেকে আজও সমানতালে কাজ করে যাচ্ছেন তরুণদের সঙ্গে । জীবনের ৭৫টি বসন্ত পেরিয়ে আসা চির তরুণ অভিনেতা ও নির্মাতা আবুল হায়াতের ৭৬তম জন্মবার্ষিকী আজ ।
১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলা ১৩৫১ সালের ২৩ ভাদ্র ভারতের মুর্শিদাবাদে মো. আবদুস সালাম ও শামসুন্নাহার বেগমের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন আবুল হায়াত । হায়াতের স্কুল জীবন কাটে চট্রগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেটৃকুলেশন (এসএসসি)পাস করে চট্রগ্রাম কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে আইএসসি পাসের পর ১৯৬২ সালে ভর্তি হন বুয়েটে।১৯৬৭ সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।
পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই আবুল হায়াত প্রথম মঞ্চ নাটক ‘টিপু সুলতান’-এ অভিনয় করেন। ‘নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চ তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’। টিভিতে প্রথম অভিনয় করেন জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’ নাটক। প্রথম বিজ্ঞাপন কিউট টুথপেস্ট। মঞ্চে নির্দেশিত তার প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকী ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইন্ট্র–ডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। এই নাটকটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চ নাটক।
স্বাধীনতাপরবর্তী বাংলাদেশ যে কয়টি ক্ষেত্রে খুব দ্রুত উন্নত ও আধুনিক হয়েছিল, তার মধ্যে মঞ্চ ও টিভি নাটক অন্যতম। আর উন্নতির পেছনে আবুল হায়াতের অবদান অনন্য। সত্তর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তার অভিনয়ের জাদু মুগ্ধ করে রেখেছে দর্শকদের।দেশ-বিদেশে বাংলা ভাষার নাটককে সমাদৃত করেছেন তিনি ।
বাংলাদেশের অভিনয় জগতে অনন্য একটি নাম আবুল হায়াত। ষাটের দশক থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয়ের সকল মাধ্যমে তার বিচরণ। থিয়েটার, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানভাবে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নাট্যনির্দেশক হিসেবেও খ্যাতি আছে তাঁর।
১৯৭৮ সালে কর্মসূত্রে লিবিয়ায় পাঠানো হয় আবুল হায়াতকে। বছর তিনেক পর তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৮২ সালে সরকারি জীবন থেকে পদত্যাগ করেন।এরপর থেকে কনসালটেন্ট হিসেবে চাকরী করা শুরু করেন তিনি।
জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। ‘মিসির আলি’ চরিত্রে অভিনয়টি তার বিশেষ কাজ। এর বাইরে ‘আজ রবিবার’, ‘বহুব্রিহী’, ‘অয়োময়’, ‘জোছনার ফুল’ ধারাবাহিকগুলোতে আবুল হায়াত ছিলেন অনবদ্য। তার অসংখ্য খণ্ড নাটকও মুগ্ধ করেছে দর্শকদের।
একজন মঞ্চ অভিনেতা হিসেবেও আবুল হায়াত কিংবদন্তি। তার বেশ কিছু নাটক নতুনদের সৃষ্টিশীল অভিনয়ে উৎসাহ দেয়। তারমধ্যে উল্লেখযোগ্য, আসাদুজ্জাম নূরের চিত্রনাট্য ও নির্দেশনায় বিদেশি নাটক অবলম্বনে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। ১৯৭৮ সালে এতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন আবুল হায়াত।
কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী’-তে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রে নাম লেখান আবুল হায়াত। এরপর বেশকিছু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে কেয়ামত থেকে কেয়ামত, আগুনের পরশমণি, জয়যাত্রা এবং অজ্ঞাতনামা উল্লেখযোগ্য। ২০০৮ সালে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালে তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।
আবুল হায়াত সাহিত্যিক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন। তার লেখা প্রথম উপন্যাসটি বের হয় ১৯৯১ সালের বই মেলায়। উপন্যাসটির নাম ছিল ‘আপ্লুত মরু’। এরই ধারাবাহিকতায় একে একে বের হয় ‘নির্ঝর সন্নিকট’, ‘এসো নীপ বনে’ (তিন খণ্ড), ‘অচেনা তারা’, ‘জীবন খাতার ফুট নোট’, (দুই খণ্ড) ও ‘জিম্মি’।
আবুল হায়াত ১৯৭০ সালে মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে বিয়ে করেন। ১৯৭১ সালের ২৩ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। ছয় বছর পর জন্ম নেয় নাতাশা হায়াত। দুজনেই শোবিজের জনপ্রিয় মুখ। বর্তমানে নাতাশা সংসার নিয়ে ব্যস্ত থাকলেও বিপাশা চিত্রশিল্পী হিসেবে নিয়মিতই কাজ করছেন। আবুল হায়াতের দুই কন্যার জামাতারাও অভিনয় ও পরিচালনায় জনপ্রিয় মুখ। তারমধ্যে বিপাশার স্বামী তৌকীর আহমেদ বর্তমানে অভিনয়ের চাইতে পরিচালনাতেই বেশি ব্যস্ত। অন্যদিকে নাতাশার স্বামী শাহেদ শরীফ খানের অভিনয় খানিকটা অনিয়মিত।
নাটকে বাবার চরিত্রে আবুল হায়াতের শক্তিশালী অভিনয় দর্শকদের বরাবরই মন কাড়ে। এ বছর বাবা দিবস উপলক্ষে একটি গানের মডেল হিসেবে কাজ করলেন অভিনেতা ও নির্দেশক আবুল হায়াত। গেলো ৯ ও ১০ জুন মুসাফির সৈয়দের নির্দেশনায় আবুল হায়াত বাবা দিবসের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। ‘বাবা’ শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সঙ্গীত করেছেন মুহিন খান। গানটি গেয়েছেন ক্লোজআপ তারকা পুলক। এতে বাবা চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
নিজের জন্মদিন প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘শুরুতেই আমি আমার বাবা এবং মায়ের প্রতি কৃতজ্ঞ। এরপর আমার স্ত্রীর কাছে। কারণ নানা সময় চাকরি নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময়টুকুতে সংসার, সন্তানদের আগলে রেখেছে সে। স্ত্রী সন্তানদের আমি সময় দিতে পারিনি, যা দেয়া উচিত ছিল। আমার নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞ। কৃতজ্ঞ গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের ও সিরাজুল ইসলামের কাছে, যাদের আমি গুরু বলে মেনে চলি এবং যাদের জীবনাচার্য্য, অভিনয় আমি আদর্শ হিসেবে মেনে এগিয়ে চলি।
তিনি বলেন, ‘দেখতে দেখতে জীবনের দীর্ঘ একটা সময় পেরিয়ে এসেছি। জীবনে যা কিছু অর্জন, তা নিয়েই আমি সন্তুষ্ট। আমার স্ত্রী শিরীন, দুই সন্তান বিপাশা ও নাতাশা, দুই মেয়ের জামাই তৌকীর ও শাহেদ এবং তাদের সন্তান এ নিয়েই আমার সুখের পৃথিবী ।সবার দোয়া, ভালোবাসার মধ্য দিয়েই বাকিটা জীবন পার করে দিতে চাই।’
ব্যাক্তিগত জীবনে হাসিখুশি, নিরহংকারী ও মিশুক প্রকৃতির মানুষ আবুল হায়াত । তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে কারো কোন অভিযোগ নেই। সহজেই যে কারো সাথে মিশে যেতে পারেন ।তিনি পছন্দ করেন বাচ্চাদের সঙ্গ। অবসরের পুরো সময়টা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন ‘মিডিয়ার ভদ্রলোক’ খ্যাত এই মানুষটি।
একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা, নাট্যকার ও নির্দেশকের ৭৫তম জয়ন্তীতে সংস্কৃতিসহ দেশের বিভিন্ন অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’। বইটিতে যারা আবুল হায়াতকে নিয়ে লিখেছেন তাদের অন্যতম সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সুলতানা কামাল, রবিউল হুসাইন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, অপূর্ব, সজল, তিশা, সকাল আহমেদ প্রমুখ। বইটি সম্পাদনা করেছেন জিয়াউল হাসান কিসলু। প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন।
জন্মদিনে অভিনয় শিল্পী সংঘ ও নাগরিক নাট্য সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আজ আবুল হায়াতকে সম্মাননা জানানোরও কথা ছিল। কিন্তু জরুরি কাজে স্ত্রী শিরীন হায়াতকে নিয়ে ব্যাংককে যেতে হয়েছে বিধায় আপাতত অনুষ্ঠানটি করা হচ্ছে না।প্রিয় অভিনেতা দেশে ফিরলেই তার হাতে তুলে দেয়া হবে সম্মাননা ও তাকে নিয়ে লেখা বইটি।