পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে তিন কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাজহারুল হক তার রিমান্ড আবেদন বালিত করে এই আদেশ দেন।
এর আগে দুপুর ১টার দিকে কলাবাগান থানা পুলিশ কোরাইয়াকে আদালতে নিয়ে তার তিনদিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে আদালত মামলার ধারাগুলো (ধারা ২৭৯, ৩৩৮ এর ক, ৪২৭) জামিনযোগ্য হওয়ায় রিমান্ড আবেদন বালিত করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর পান্থপথে প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন জিয়া। তার অবস্থা এখনো সংকটাপন্ন। মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রায় চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। নং ৬, ধারা ২৭৯, ৩৩৮ এর ক, ৪২৭।
ওই দিন দুপুরে কল্যাণ কোরাইয়াকে থানায় ডেকে নেয়া হয়। এরপর আর ছাড়া হয়নি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।