অভিজিতের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক:
কখনও সালমন খানকে সমর্থন করতে গিয়ে ফুটপাথে বসবাসকারীদের কুকুরের সঙ্গে তুলনা করা। আবার কখনও জেএনইউ-এর মহিলা আন্দোলনকারীকে ঘুরিয়ে দেহব্যবসায়ী বলা। টুইটারে বিতর্কিত মন্তব্য করাটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। শেষ পর্যন্ত আপত্তিকর টুইট করার অভিযোগে বিখ্যাত এই গায়কের অ্যাকাউন্টি বন্ধই করে দিল টুইটার কর্তৃপক্ষ। গত ২২ মে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নারী আন্দোলনকারী শিলা রশিদ-সহ বেশ কয়েকজন মহিলা টুইটার ইউজারকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন অভিজিৎ।

গায়কের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই শিলা রশিদ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জেএনইউ-এর ছাত্রী শিলা রশিদের সম্পর্কে অভিজিৎ টুইটারে লেখেন, শোনা যাচ্ছে উনি নাকি দুই ঘণ্টার জন্য টাকা নিয়েও কোনও ক্লায়েন্টকেই তৃপ্তি দেননি। এর পিছনে বড় চক্র রয়েছে। অভিজিত টুইটারে এই মন্তব্য করার পরেই প্রবল বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত চাপে পড়ে টুইটটি ডিলিট করে দেন গায়ক। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তবে এই ঘটনায় টুইটার ইউজাররা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।

একদল যখন টুইটারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, তখন আর একদল টুইটারের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলেই অভিযোগ করেছে। তাঁরা পাল্টা গায়ক অভিজিৎকেই সমর্থন জানিয়েছেন। অভিজিৎ নিজে অবশ্য গোটা ঘটনায় বিচলিত নন। বরং তিনি অ্যাকাউন্ট খোলার জন্য টুইটারকে কোনও অনুরোধ করবেন না বলেই দাবি করেছেন। গায়কের কথায়, টুইটার অ্যাকাউন্ট থাকল না থাকল তাতে আমার কিছু যায় আসে না। গোটা দেশ আমার সঙ্গে আছে।

পূর্ববর্তী নিবন্ধমুহূর্তেই উধাও গর্ভবতীর বেবি বাম্প! কী রহস্য?
পরবর্তী নিবন্ধ‘লাল জামা পরা হামলাকারীর শরীরে মাথা ছিল না’