অবৈধ সম্পর্ক ছিল চাহালের, তাতেই কী বিবাহবিচ্ছেদ?

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বার্মার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ অনেকদিন ধরেই। এরই মধ্যে গুঞ্জন সত্যি করে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতাও শেষ করে ফেলেছেন দুই ভূবনের দুই তারকা। বৃহস্পতিবার কোর্টে গিয়ে ডিভোর্স প্রক্রিয়া শেষ করেন তারা।

অনেকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন ধনশ্রীকে। তবে ভারতীয় এই মডেলের একটি সদ্য প্রকাশিত গান যেন সব হিসেব পাল্টে দিচ্ছে। আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের দিনই ধনশ্রীর অভিনয় করা একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। সেটিই নিজের ওয়ালে পোস্ট করেছেন তিনি। যেখাবে স্বামীর পরকীয়া এবং গার্হস্থ্য হিংসার মতো বিষয়ে গানের কথায় বলা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কি নিজের সাবেক সম্পর্কের কথা তুলে ধরেছেন ধনশ্রী? তেমনই গুঞ্জন চলছে।

‘দেখা জি দেখা ম্যায়নে’ নামক ওই মিউজিক ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ধনশ্রী। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে ধনশ্রী অভিনীত চরিত্রটির স্বামীর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে, যা দেখে ফেলেন ধনশ্রী। বিভিন্ন সময় তার ওপর নির্যাতনও করা হয়েছে।

মিউজিক ভিডিওটিতে ধনশ্রীকে চড় মেরেছেন তার স্বামী। মাথা ঠুকে দেওয়া হয়েছে আয়নায়। শেষ পর্যন্ত মঙ্গলসূত্র খুলে ব্যাগ গুছিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ধনশ্রী। গানের একটি লাইনে বলা হয়েছে, প্রিয়জনকে অন্যের বিছানায় শুতে দেখেছি। বিবাহবিচ্ছেদের পরেই এমন একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে আসায় আবার চর্চায় চাহাল এবং ধনশ্রীর সম্পর্ক।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে চাহালের সঙ্গে বিয়ে হয়েছিল ধনশ্রীর। কিন্তু তাদের সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০২২ সালের জুন থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে চাহাল এবং ধনশ্রী বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন। দু’পক্ষই বিবাহবিচ্ছেদ চেয়েছিল।

আইন অনুযায়ী, তাদের ছ’মাসের জন্য আলাদা থাকতে হতো। তার পর আবার কোর্টে হাজিরা দিয়ে জানাতে হতো, তাঁরা কী চাইছেন। কিন্তু চাহালদের ক্ষেত্রে তা হয়নি। যেহেতু তারা গত আড়াই বছর ধরে আলাদা থাকছেন, তাই আরও ছ’মাস আলাদা থাকতে হয়নি তাদের। চাহাল এবং ধনশ্রী, দুই পক্ষই বিবাহবিচ্ছেদ চাওয়ার পর ধনশ্রীকে খোরপোশ হিসেবে ৪ কোটি ৭৫ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমহিলা হকির ফাইনালে বিকেএসপি ও কিশোরগঞ্জ