পপুলার২৪নিউজ ডেস্ক:
কোচিং জীবন থেকে অবসর নেয়ার কথা ভাবছেন পেপ গুয়ারডিওলা! বার্সেলোনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়া, বায়ার্ন মিউনিখকে বুন্দেসলীগা চ্যাম্পিয়ন করার পর পেপ এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে।
তার দলও ভালো খেলছে। তাহলে মাত্র ৪৫ বছর বয়সেই কেন কোচিং জীবন থেকে সরে যেতে চাইছেন গুয়ারডিওলা? তার নাকি মনে হচ্ছে এটাই সঠিক সময় কোচিং থেকে সরে যাওয়ার।
এটা ঘটনা যে, পেপ সিটির দায়িত্ব নেয়ার পর আগুয়েরোরা ভালো খেলছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন ঘটেছে সিটির খেলায়। এ কারণেই কি সরে যেতে চাইছেন গুয়ারডিওলা?
দলের পারফরম্যান্সে সমর্থকদের মতো পেপও বেশ হতাশ। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে গুয়ারডিওলার। সেই চুক্তি বাড়ানোর ইচ্ছা এ মুহূর্তে পেপের নেই।
তিনি পরিষ্কারই বলেছেন, ‘ম্যানসিটির সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে। তার সঙ্গে এটাও নিশ্চিত কোচিং ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে রয়েছি।’
সোমবার ইপিএলে বার্নলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয়ের পর পেপের এই মন্তব্যে আলোড়ন পড়ে গেছে ফুটবলমহলে। ওয়েবসাইট।