অবশেষে সুবর্না ফিরে এলো বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাসে চাপা পড়া সুবর্না মজুমদারকে দীর্ঘ দুই মাস দশ দিন ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেবার পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়।
ক্যাম্পাসে তিনি তার নিজ বিভাগের সহপাঠী, শিক্ষক ও বড় ভাই-বোনদের সাথে দেখা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি আনিসুর রহমান। সুবর্না বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিনকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসিরউদ্দিন বলেন, সুবর্নাকে বিনা বেতনে পড়াশুনার ব্যবস্থা করা হবে, তাকে স্কলারশিপ দেওয়া হবে ও তার স্বামীকে বিশ্ববিদ্যালয়ে চাকুরীর ব্যবস্থা করা হবে।
সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সুবর্নাকে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স যোগে বাগেরহাটের চিতলমারীতে তার নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়।
প্রসঙ্গতঃ সুবর্ণা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ১৯ ফেব্রুয়ারী সে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়ি থেকে সকালে বিশ্ববিদ্যালয়ে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস তাকে চাপা দেয়। এতে ওই শিক্ষার্থীর শরীরের ওপর দিয়ে বাস চলে গেলে তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত সুবর্ণাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধশাকিব খান অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ