পপুলার২৪নিউজ ডেস্ক:
জেরুসালেমের আল-আকসা মসজিদ থেকে অবশেষে সরিয়ে নেয়া হচ্ছে বিতর্কিত সিকিউরিটি ব্যবস্থার মেটাল ডিটেক্টর।
মঙ্গলবার দিনের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা মেটাল ডিটেক্টরগুলো সরিয়ে নেয়ার পক্ষে ভোট দেয়। খবর বিবিসির।
এরপর মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। ইসরাইলি কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা তল্লাশির বিকল্প ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে।
নেতানিয়াহুর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘মেটাল ডিটেক্টরের মাধ্যমে নজরদারির পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি ও অন্যান্য উপায়ে নিরাপত্তা নজরদারির ব্যবস্থা করতে নিরাপত্তা বাহিনীগুলোর দেয়া সুপারিশ গ্রহণ করেছে নিরাপত্তা মন্ত্রিপরিষদ।’
বিবৃতিতে আরও বলা হয়, নতুন উপকরণ ও অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোতায়েন করতে ১০ কোটি শেকেলস (দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে।
১৪ জুলাই আল-আকসা এলাকায় দুই ইসরাইলি পুলিশ নিহতের ঘটনায় নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে মসজিদটির প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরাইলি কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদটিতে পঞ্চাশের নিচের বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর গত শুক্রবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনার পর ওই দিনই পশ্চিম তীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন বেসামরিক ইসরাইলি নিহত ও অপর একজন আহত হয়।