পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। অন্ধকার টানালের শেষ প্রান্তে মিলছে আলোর দেখা। বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটে যাওয়ার পথে। রোববার ও সোমবার খেলোয়াড়দের সংগঠন (এসিএ) ও বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ম্যারাথন বৈঠক হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে আসন্ন বাংলাদেশ সফর বাঁচাতে দু’পক্ষই কিছু ছাড় দিয়ে সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছে। আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তির ঘোষণা আসতে পারে। নতুন বেতন কাঠামো নিয়ে বিরোধ মিটে গেলে স্মিথ, ওয়ার্নারদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে। নতুন চুক্তিতে সই করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসতে চান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
অসি মিডিয়ার একাংশের দাবি, চুক্তির মূল বিষয়গুলোতে শেষ পর্যন্ত একমত হয়েছে দু’পক্ষ। আজ মেলবোর্নে এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা আসতে পারে। কিন্তু সিএ’র একজন মুখপাত্র জানিয়েছেন, ‘কোনো সমঝোতা এখনও হয়নি। আলোচনা চলছে।’ সিডনি মর্নিং হেরাল্ড আবার জানিয়েছে, শান্তি চুক্তির ঘোষণা আসবে বুধবার। ওয়েবসাইট।