লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে সোনা জয় করেছেন বৃটিশ অ্যাথলেট মো ফারাহ। এই ইভেন্টে অপ্রতিরোধ্য ফারাহ এই নিয়ে টানা ১০ম সোনা জয় করলেন। এই স্টেডিয়ামেই ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টেই সোনা জয় করেছিলেন ৩৪ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
গতকাল নিজের ফেবারিট ইভেন্টে অবশ্য ডিসকোয়ালিফাইড হওয়া থেকে কোনরকমে বেঁচে গেছেন ফারাহ। দুইবার পড়ে যাওয়া থেকে নিজেকে শেষ মুহূর্তে সামলে নিয়ে ঠিকই সোনা জয় করে নিয়েছেন তিনি। এই ইভেন্টে রূপা ও তাম্র পদক জয় করেছেন যথাক্রমে উগান্ডার তারুন জসুয়া চেপতেগেই ও কেনিয়ার পল তানুই।
ল্যাপ অব অনারে নিজের পরিবার নিয়ে যথারীতি সোনা জয়ের আনন্দ উদযাপন করেছেন ফারাহ। এ সময় তিনি বলেন, ‘বৃটিশ হিসেবে আমি সবসময়ই গর্বিত। এই যাত্রাটা সত্যিই অসাধারণ। আজকের প্রতিযোগিতা বেশ কঠিন ছিল। কিন্তু আমি মানসিক ভাবে বেশ শক্ত ছিলাম।
নিজের ঘরের মাঠে লড়াইয়ে নামাটা সত্যিই বিশেষ এক অনুভূতি। ১২ ল্যাপ দৌড়ানোর পরে তারা নিজেদের গতি বাড়িয়ে দেয়। আমি জানতাম শেষের দিকে সবসময়ই বিষয়টা বেশ কঠিন হয়ে যায়। কিন্তু আমার নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। তাছাড়া নিজের অভিজ্ঞতা এখানে বেশ কাজে লেগেছে। ’১০ হাজার মিটার সম্পন্ন করতে ফারাহ সময় নিয়েছেন ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ড। ২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে জসুয়া দ্বিতীয় ও ২৬ মিনিট ৫০.৬০ সেকেন্ড সময় নিয়ে তানুই হয়েছেন তৃতীয়।