মেহের মামুন:
তোমার দেয়া প্রতিটি কষ্ট আমাকে ক্ষত-বিক্ষত করে পাথরের আঘাতের তীব্র যন্ত্রনার মতো,
তোমার প্রতিটি কথার আঘাতে চোখের জলে সৃষ্টি হয় প্লাবন,
প্রতিটি দীর্ঘস্বাস অক্সিজেনকে করে তোলে কার্বন-ডাই-অক্সাইড, ভেঙ্গে তছনছ করে সব স্বপ্ন।
তোমার শুন্যতা বিষাক্ত করে তোলে আমার পৃথিবী ভেবে ছিলাম তোমাকে চিনতে কয়েক দিন-ই যথেষ্ট, অথচ কেটে গেছে কত দিন। তুমি কাছের মানুষ হয়েও যেন দুরের কেউ তোমার কিছু কিছু কথায় সেটাই মনে হয়, এটাই আমার ব্যার্থতা ।
অভিনয়ে তুমি পাক্কা খেলোয়াড় এতো অল্প সময়ে সেটা বুঝতে, মোটেও কষ্ট হয়নি। অভিনয় নাকী বাস্তবতা এ এক বিরাট রহস্য, তবুও অপেক্ষা শুধুই অপেক্ষা।