জেলা প্রতিনিধি
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়।
জেলা ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় ৯ জন, বাসনে ৭ জন , কোনাবাড়িতে ৪ জন, গাছায় ৫ জন, পূবাইলে ৩ জন, কাশিমপুরে ১ জন, টঙ্গী পূর্বে ৩ জন, টঙ্গী পশ্চিমে ৪ জন ও ডিবি থেকে ৪ জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানায় ৮ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই আটক করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।