অপরাধ দমনে ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালিয়ে যাচ্ছে মুকসুদপুর থানা পুলিশ

মেহের মামুন গোপালগঞ্জ থেকে: অপরাধ দমনে ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। সমসাময়িক বিভিন্ন বিষয় ও জনসচেতা বৃদ্ধিতে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নের্তৃত্বে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে এসব আলোচনা করে যাচ্ছে থানা পুলিশের কর্মকর্তারা। মুকসুদপুর সদর হাসপাতাল জামে মসজিদে আলোচনা করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মহারাজপুর শাহ গোলজারিয়া দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদে মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমমান, বাঁশবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদে এ এস আই মফিজুর রহমান, গোবিন্দপুর বাজার জামে মসজিদে এ এস আই আবু সৈয়দ, পশারগাতী বাজার জামে মসজিদে এ এস আই আবুল কালাম আযাদ, গোহালা বাজার জামে মসজিদে এস আই মোহাম্মাদ মিরাজ হোসেন খান, বরইতলা বাস ষ্ট্যান্ড জামে মসজিদে এস আই শওকত হোসেন। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর মাননীয় আইজিপি মহোদয় ও ঢাকার ডি আই জি স্যারের নির্দেশনাক্রমে পবিত্র জুম্মার দিনে খুৎবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগণকে সচেতন করতে সমসাময়িক বিষয় যেমন জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত দুই সপ্তাহ ধরে এই আলোচনা করে আসছি। আমাদের এই কার্যত্রম অব্যাহত থাকবে। তিনি মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন আমি আপনাদের নিয়েই পুলিশিং করতে চাই। উপজেলার সমস্থ নাগরিকদের নিয়ে পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা নিয়ে বিট পুলিশিং শক্তিশালী হলে মুকসুদপুর উপজেলার অপরাধ দমনে শতভাগ সফল হবো বলে আশা করি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ হয়নি: রাজাপক্ষে
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত ১২ কোটি ২৮ লাখ