অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তালিকাভুক্ত রাজাকারদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে। অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে।’

রোববার সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব, যুগ্ম সচিব গৌতম ফণিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ওয়ালিদ মাহমুদ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পূর্ববর্তী নিবন্ধফখরুলসহ ২৩ নেতার হাইকোর্টে আগাম জামিন
পরবর্তী নিবন্ধগ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ