অনেক দেশই শেখ হাসিনার নেতৃত্বকে অনুসরণ করছে: উপমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে অনুসরণ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপমন্ত্রী বলেন, বর্তমান সরকারের টানা ১১ বছরে শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এখন প্রাথমিকে ভর্তির হার প্রায় শতভাগ, ঝরেপড়া কমে গেছে। প্রাথমিকের ১ কোটি ৩০ লাখ শিশু উপবৃত্তি পাচ্ছে।

তিনি বলেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪ কোটিরও বেশি শিক্ষার্থী ৩৬ কোটি বই পাচ্ছে বিনামূল্যে। একযোগে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সাক্ষরতার হার ১১ বছরে বেড়ে হয়েছে ৭৫ শতাংশ।

এ ছাড়া শিক্ষা অবকাঠামোতেও বিপ্লব সাধিত হয়েছে। এখন আগের মতো ভাঙা স্কুল-কলেজ খুঁজে পাওয়া দুষ্কর। দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান ভবন করা হয়েছে। মাদরাসা শিক্ষা আধুনিকায়ন করা হয়েছে।

নওফেল বলেন, কারিগরি শিক্ষাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে স্কুল চলাকালীন কোনো কোচিং চালু রাখতে দেয়া হচ্ছে না। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে অনুসরণ করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে ব্রিটিশ তরুণ চট্টগ্রামে, মুসলিম হয়ে বিয়ে
পরবর্তী নিবন্ধবিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন দেবে ২০ দল