অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলার সময় ভূমিকম্প

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা চলছিল জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে ইনিংসের ষষ্ঠ ওভার তখন, হঠাৎ কেঁপে উঠলো ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল। প্রায় ২০ সেকেন্ডের মতো চললো ভূমিকম্পের নড়াচড়া।

পরে জানা গেলো, ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। উৎপত্তিস্থল ছিল স্টেডিয়ামের খুব কাছেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ায় দর্শকরা ক্যামেরার নড়াচড়া দেখতে পেয়েছেন।

পূর্ব ক্যারিবিয়ানের ভূকম্পন গবেষণা কেন্দ্র ইউডব্লিউআই সাইসমিক রিসার্চ সেন্টারের মতে, এই ভূমিকম্প স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ম্যাচ চলার সময় ভূমিকম্পে ভীত এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, আমার মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে। আমরা বক্সে বসে সেটা অনুভব করতে পারছি।’

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে ২ হাজার শিশুযোদ্ধা নিহত: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধক্রিকেট ছাড়ার কথাও চিন্তা করেছিলেন মিচেল স্টার্ক