পপুলার২৪নিউজ ডেস্ক:
পা মচকে আহত হবার পর ফের অনুশীলনে ফিরেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। এদিন জিমনেশিয়ামে সাকিবকে সাইক্লিং ও হালকা ব্যায়াম করতে দেখা যায়।
তবে পুরোপুরি সুস্থ হতে সাকিবের আরো দশ দিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির সহকারী চিকিৎসক মইনুল আমিন।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে হোটেল রুমের দরজায় মুখে আঘাত পান পেসার রুবেল হোসেন। এজন্য চিকিৎসকের কাঁচির নিচেও যেতে হয়েছে তাকে। নাক ও চোখের মাঝে ছোট্ট অস্ত্রোপচার করাতে হয়েছে। বিশ্রামে থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।
তবে শিগগিরই তিনি অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির সহকারী চিকিৎসক মইনুল আমিন।
তিনি জানান, শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন রুবেল। এর দুই সপ্তাহ পর শুরু হবে ট্রেনিং প্রোগ্রাম। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, আগামী ৫ আগস্ট থেকে রুবেল পুরোদমে ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারবেন।