বিনোদন ডেস্ক
‘নেত্রী: দ্য লিডার’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন অনন্ত জলিল। তুরস্কের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ প্রযোজনা এটি নির্মাণ করছেন তিনি। এ সিনেমায় বাংলাদেশ, ভারত, ইরান এবং তুরস্কের একাধিক শিল্পীদের দেখা যাবে। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।
অনন্ত জলিলের এই সিনেমা নিয়ে কথা বলেছেন খিলক্ষেত বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং মারকাযুল আবরার বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক মুফতী সালমান ফারসি। ওয়াজের এক পর্যায়ে অনন্ত জলিলকে নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।
মুফতী সালমান বলেন, ‘আমাদের দেশের নায়ক অনন্ত জলিল। তাকে আল্লাহ অর্থ দিয়েছেন। তিনি ১২০ কোটি টাকা ব্যয়ে একটি সিনেমা নির্মাণ করছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে ইতোপূর্বে এত টাকা সিনেমা কোন প্রযোজক সৃষ্টি করতে পারে নাই। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন। কতদিন আগে দেখেছিলাম দাড়ি, টুপি ও জোব্বা পরে হেলিকপ্টার নিয়ে তিনি মানুষকে সহযোগিতা করেছেন। উনার একটি ছেলে আছে, তাকে মাদরাসায় পড়াবেন এই মর্মে কথাবার্তা শুনেছি।’
তিনি আরো বলেন, ‘আল্লাহ উনাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। ভেবেছিলাম তিনি সিনেমা জগত থেকে সরে আসবেন। ইসলামের আরো বড় খেদমত করবেন। কিন্তু ১২০ কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করছেন।’
অনন্ত জলিলের প্রতি অনুরোধ এবং তার দৃষ্টি আকর্ষণ করে মুফতী সালমান আরো বলেন, ‘আমার প্রিয় অনন্ত জলিল ভাইয়ের কাছে অনুরোধ-আল্লাহকে ভয় করুন। বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হওয়ার পথে। সিনেমা এখন আর মানুষ দেখে না। অনেক নায়ক-নায়িকারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন। আপনার কাছে বিনীত আবদার রাখছি, সিনেমা নির্মাণ করে জাতিকে গুনাহের দিকে ডাক দিয়েন না।’