অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তামিমের অভিষেক

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হলো তামিম ইকবালের। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইনুজির আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় শ্রীলংকা সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় শ্রীলংকার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। টস হেরে বোলিং করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

এর আগে দুই মেয়াদে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করলেও নিউজিল্যান্ড সফরে শুধু একটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার তামিম।

নতুন দায়িত্ব নিয়ে শ্রীলংকা সিরিজ জয়ের আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সেরা এ ওপেনার।

তামিম বলেন, আমি সিরিজটা জিততে চাই, ওদের অধিনায়কও একই কথা বলবে। সিরিজ জিততে হলে ছোটখাটো বিষয় ঠিকঠাকভাবে করতে হবে। সেই দায়িত্ব শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই।

রঙিন পোশাকে তামিমের অভিষেকের ম্যাচে বিদায় নিচ্ছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে খেলেই ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানাবেন তিনি। মালিঙ্গার বিদায়ের ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে ম্যাচ শেষ করতে চান সতীর্থরা।

এই ম্যাচের মধ্য দিয়ে ৩২ মাস পর ফের জাতীয় দলে ফিরেছেন পেস বোলার শফিউল ইসলাম। তাকেই ইনিংসের প্রথমে বোলিংয়ে নিয়ে এসেছেন অধিনায়ক তামিম ইকবাল।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধলংকান শিবিরে শফিউলের প্রথম আঘাত
পরবর্তী নিবন্ধ‘গো রক্ষার’ নামে মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন নুসরাত