‘অধিকার আদায়ে সকল শ্রমিকদের কনফেডারেশনের আওতায় সংগঠিত করতে হবে’

পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক:
অধিকার আদায়ে সকল শ্রমিকদের কনফেডারেশনের আওতায় ঐক্যবদ্ধ করতে আহ্বান জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, এমপি। তিনি আজ ব্রাক সেন্টারের কনফারেন্স হলে ‘ট্রেড ইউনিয়নের সর্বিক উন্নয়নে নারী-পুরুষের সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের উপর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বক্তব্য রাখেন। ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় নারীশ্রমিকের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘নারীশ্রমিক কন্ঠ’সহ কর্মজীবী নারী আজ ০৭ নভেম্বর ব্রাক সেন্টারের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত গবেষণাটির উপর এক মতবিনিময় সভার আয়োজন করে ।

নারীশ্রমিক কন্ঠে’র সদস্য হামিদা খাতুনের শুভেচ্ছা বক্তব্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয় এবং মতবিনিময় সভা পরিচালনা করেন রোকেয়া রফিক, নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী ও সদস্য-সচিব নারীশ্রমিক কন্ঠ। গবেষণাপত্রটি উপস্থাপন করেন ড. তানিয়া হক, সহযোগী অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিঁজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণাপত্রের প্রেক্ষাপট তুলে ধরেন ফ্রানজিসকা কর্ন, আবাসিক প্রতিনিধি, ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস)। গবেষণাপত্রে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং শ্রমবাজারে স্থিতিবস্থা তৈরিকরণে ট্রেড ইউনিয়নে নারী-নেতৃত্ব বিকাশে সামাজিক, পারিবারিক এবং আইনগত বাধা দূরীকরণ, সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ, নারী-নারী নির্বিশেষে ঐক্যব্ধ প্রয়াস গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় নারীশ্রমিক কন্ঠে’র আহ্বায়ক শিরীন আখতার, এমপির সভাপতিত্বে গবেষণার উপর মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. প্রতিমা পাল মজুমদার, প্রাক্তন গবেষক, বিআইডিস এবং সভাপতি কর্মজীবী নারী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. রওনক জাহান, ডিসটিংগুইসড ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, আলোচক হিসেবে বক্তব্য রাখেন: সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ ও আমিরুল হক আমিন, সভাপতি, ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। এছাড়া ট্রেড ইউনিয়নের নারী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন লীমা ফেরদৌস, সভাপতি, গার্মেন্টস-শ্রমিক কর্মচারী লীগ; সাহিন আক্তার পারভীন, মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ও সুলতানা বেগম, সভাপতি, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ট্যানারী নারীশ্রমিক মৌসুমী ও গার্মেন্ট নারীশ্রমিক কনিকা আক্তার।

বক্তারা মতবিনিময় সভায় ট্রেড ইউনিয়নে নারী-নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, সামাজিক ও পারিবারিক বাঁধা দূরীকরণ, নিরাপত্তা ঝুঁকি হ্রাসকরণ, নারীশ্রমিকের অধিকার বাস্তায়ন সংশ্লিষ্ট সকল তৎপরতা পর্যবেক্ষণে পিরিয়ডিক্যাল বৈঠক করা, শ্রম আইনের নারীবান্ধব ধারা-উপধারাসমূহ বাস্তবায়ন এবং সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের সুপারিশ করেন।

নারীশ্রমিক কন্ঠে’র আহ্বায়ক শিরীন আখতার এমপি বলেন, ২০৩০ সালের মধ্যে ট্রেড ইউনিয়নসহ সকল স্তরে নারী-পুরুষের ৫০:৫০ সমতা অর্জনে তৃণমূল পর্যায় থেকে সার্বিক জাগরণ এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানসিকতার পরিবর্তনই পারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। তিনি আরও বলেন, গৎবাধা তৎপরতা থেকে ট্রেড ইউনিয়নকে বের হয়ে বাস্তবভিত্তিক ও উদ্ভাবনীমূলক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যেই অভিনেত্রীর সঙ্গে গভীর চুম্বনে আত্মহারা কেট উইন্সলেট
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত