অতীতের চেয়ে চড়া মূল্য দিতে হবে ভারতকে : চীন

পপুলার২৪নিউজ ডেস্ক :

কোনো অযৌক্তিক পথ বেছে নিলে তার জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৬২ সালে মারাত্মক প্রতিকূল অবস্থা সত্ত্বেও চীনের প্রতিরক্ষা বাহিনী ভারতের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছিল। বর্তমানে পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। এখন সবকিছুই চীনের অনুকূলে। কাজেই চীনের প্রত্যাশা, নিজেদের ভালোর জন্যেই ভারত কোনো অযৌক্তিক পথ বেছে নেবে না। তা না হলে, অতীতের চেয়ে চড়া মূল্য দিতে হবে ভারতকে।

বর্তমানে ভারত-চীন সীমান্তে দুই দেশই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। চীনের দাবি, বেশ কিছু ভারতীয় সেনা সীমান্ত ছাড়িয়ে তাদের দেশে ঢুকে পড়ছে। অবৈধভাবে ঢুকে পড়া ভারতীয় সেনাদের অবিলম্বে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে চীন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সামরিক সক্ষমতায় ভীত হয়ে চীন নিজেদের সার্বভৌমত্বের বিষয়ে আপস করবে না।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডেতে ছক্কা নেই বাংলাদেশের ব্যাটিং কোচ সামারাবিরার !
পরবর্তী নিবন্ধ‘জঘন্য’ বিজ্ঞাপন করে সমালোচনার মুখে কেটি পেরি