পপুলার২৪নিউজ ডেস্ক:
শিশুদের অতিরিক্ত বকাবেকি করলে তারা অসুস্থ হয়! শুনতে আবাক লাগলেও একথা একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।
সন্তানদের যদি ছোট বয়সে খুব বেশি বকাবকি করা হয়, তাহলে এক সময় গিয়ে তাদের শারীরের ওজন বাড়তে শুরু করে। শুধু তাই নয় খুব বকা খাওয়া শিশুদের নানা শারীরিক সমস্যা হওয়ারও আশঙ্কা থাকে। তাই এখন থেকেই একটু সাবধান হন!
তাই বলে দুষ্টমি করলে সন্তানকে আপনি শাসন করবেন না, তা তো হয় না? শিশুকে অবশ্যই শাসন করবেন তবে মাত্রাতিরিক্ত নয়।
একাধিক গবেষণায় দেখা গেছে, বকাবকিতে সন্তান মন খারাপ করলে সাধারণত বাবা-মায়ের মধ্যে কেউ একজন যখন একটু রাগি হন, তখন অন্যজন সন্তানের সঙ্গে বন্ধুর মতো মেশেন। এই ধরনের মানসিকতাও কিন্তু অনেক সময় বাচ্চাদের মানসিকভাবে ভেঙে পড়া থেকে আটকাতে পারে না।
বকাবকি করলেই সন্তানদের মন অবশ্যই খারাপ হয়ে যায়। আর একথা কারও অজানা নেই যে, মন খারাপ থাকলে আস্তে আস্তে শরীর খারাপ হতেও শুরু করে। তাই আজ থেকেই বকাবকির মাত্রা কমান। না হলে কিন্তু বিপদ!
শিশু দুষ্টমি করলে মাথা গরম না করে, একটু নরম হতে হবে। সেই সঙ্গে দায়িত্ববান বাবা-মা হওয়ার চেষ্টা করতে হবে। কারণ যত বেশি খিটখিটে হবেন, তত বেশি কিন্তু আপনার বাচ্চা নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়বে।
এবিষয়ে কয়েকজন বাবা-মার ওপর গবেষণা চালানো হয়। যদিও গবেষণা অংশগ্রহণকারী বাবা-মা সন্তানদের কখনও মারেননি, তবে তারা অন্যভাবে রাগ প্রকাশ করেছেন। তাই সবসময় বাচ্চাদের মারাটাই যে ভয়ঙ্কর হয়, তা কিন্তু নয়! অতিরিক্ত বকাবকি করলেও একই রকম খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়।
তাই গবেষকরা বাবা-মায়ের আরও বেশি ধৈর্য ধরার পাশাপাশি বাচ্চাদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।
গবেষণায় দেখা গেছে, বাবা-মা সন্তানদের যত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, তাদের সন্তান তত দ্রুত শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।