অটোমেটেড চালান সিস্টেম বাস্তাবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:
অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে জনতা ব্যাংক লিমিেিটড এর এমডি এন্ড সিইও মো: আব্দুছ ছালাম আজাদ (এফএফ) এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো: ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। এ সময় জনতা ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এবং ট্্েরজারী এন্ড ফরেন ট্রেড ডিভিশনের মহাব্যবস্থাপক আবুল বাসার মো: আব্দুল হান্নানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছরের নিচে সবাই শিশু, বিষয়টি ভাবনার সময় এসেছে
পরবর্তী নিবন্ধইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ