অগ্রণী ব্যাংক ও বিকাশের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক:শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে প্রথমবারের মতো এই দ্বি-মুখী সেবা (অগ্রণী হতে বিকাশ এবং বিকাশ হতে অগ্রণীতে টাকা লেনদেন) চালু করেছে।

ফলে এখন থেকে গ্রাহকরা বিকাশের মাধ্যমে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেয়াসহ অগ্রণী ব্যাংকে লেনদেন করতে পারবেন। এর মধ্য দিয়ে সারা দেশে অগ্রণী ব্যাংকের এক কোটিরও বেশি গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরো সহজ, নিরাপদ এবং সময় ও খরচ সাশ্রয়ী হলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, কোভিডের এ সময়ে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে গ্রাহক ব্যাংকে না এসে দিন-রাত (২৪/৭) এ সেবার আওতায় বিকাশ অ্যাপে কয়েকটি ধাপে খুব সহজেই অগ্রণী ব্যাংকের গ্রাহক তথ্য সংযুক্ত করে প্রয়োজন অনুসারে লেনদেন করতে পারবেন এবং ৫০০ টাকার অধিক লেনদেন হলে ১০০ টাকার ক্যাশ ব্যাক পাবেন।

অ্যাড মানির মাধ্যমে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহক প্রয়োজন মতো বিদ্যুৎ বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল দেয়া, বিভিন্ন ধরনের পেমেন্ট করা, মোবাইল রিচার্জ করা, টিকিট ক্রয়, কাউকে টাকা পাঠানো বা ক্যাশ আউট করাসহ সব বিকাশ সেবা মুহূর্তেই নিতে পারবেন।

আবার ডিপিএস বা ঋণের কিস্তি জমা দেয়া, প্রয়োজনে ব্যাংকে না গিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ আরো নানা সেবা ট্রান্সফার মানির মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো সংযুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকরা ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর এবং চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২০০০ ছাড়াল
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে নেতা-কর্মীদের মধ্যে শোক