অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী সুপার মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিসার সিনেমা হল সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ঘটনাস্থলের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। কোনো যানবাহন ওই সড়কে প্রবেশ করতে দিচ্ছেন না তারা।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মার্কেটে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভাটিয়ারীতে সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সন্মেলন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে তরকারি ও চাউল বাজার জবর দখলের অভিযোগ