অক্সিজেন মোড়ে পানি সরেনি দু’দিনেও!

হাফিজুর রহমান,চট্টগ্রাম :
নগরীর অক্সিজেন মোড়ে হাঁটুপানি ভেঙেই দুই দিন ধরে চলাচল করছে মানুষ। মোড় থেকে
ছেড়ে যায় রাঙামাটি ও খাগড়াছড়ির বাসগুলো। কিন্তু পানিতে ডুবে আছে বাস কাউন্টার।
শুক্রবার সন্ধ্যার বৃষ্টির পানি শনিবার (২৫ মে) রাত ৯টা পর্যন্ত জমে ছিল। এ
জায়গায় আগে পানি জমতো না। তবে চলতি বর্ষায় সামান্য বৃষ্টিতে পানি জমে যাচ্ছে
বলে জানান স্থানীয়রা।
স্থানীয় দোকানদার মিজানুর রহমান  বলেন, একবার পানি জমলে তা সরতে কয়েকদিন গড়িয়ে
যায়। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। সামান্য বৃষ্টি হলেই শঙ্কিত হয়ে
পড়েন এখানকার বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ডিভাইডারের পশ্চিম পাশে হাটু পানি জমে আছে। সিএনজি
অটোরিক্সা চলাচল করতে গিয়ে অনেকগুলো সড়কে নষ্ট হচ্ছে। ভারী যানবাহন চলাচল করলে
পানি ডিভাইডারের ফাঁক দিয়ে পূর্ব পাশে চলে যাচ্ছে। পশ্চিম পাশে অবস্থিত জেলা
পরিষদ মার্কেটের দোকানগুলো বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন নোয়াখালীর মহিন
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটি, আই.আই.ইউ.সি-র ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন!