অক্টোবরে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তীকালীন সরকার কবে হবে এবং সে সরকারে আপনি থাকছেন কি-না জানতে চাইলে মুহিত বলেন, ‘জানি না, তবে ধারণা অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে তো নির্বাচন। তার তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।

কতজন সদস্য থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া।

আপনি সরকারে আর কতদিন আছেন এ বিষয়ে মুহিত বলেন, ‘আমি আছি, মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসি এর নতুন ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুছ
পরবর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চীনের আগ্রহ প্রকাশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী