৮ মাস পর ফিরে জনি বেয়ারস্টোর ৮৮ বলে ৯৭ রান

স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান জনি বেয়ারস্টো। বিশ্বকাপ দলে তাকে রেখে ঘোষণা করা হলেও পরবর্তীতে নাম সরিয়ে নেওয়া হয়।

৮ মাস অপেক্ষার পর উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ফিরে রানের দেখাও পেয়েছেন। ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে ৮৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেন। গত গ্রীষ্মের পর এবারই প্রথম মাঠে নেমেছিলেন বেয়ারস্টো।

 

এই ইনিংসের মধ্য দিয়ে নির্বাচকদের অ্যাশেজ খেলার বার্তাও দিয়ে রাখলেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

২০২২ হোম সিজন দারুণ কেটেছিল বেয়ারস্টোর। ৭৫.৬৬ গড়ে ৬৮১ রান করেছিলেন চার সেঞ্চুরি ও ৭১ রানের আরেকটি ইনিংস খেলে। কিন্তু সেপ্টেম্বরে পায়ে চোট পান । ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, গলফ কোর্সে পা পিছলে পড়ে বাঁ পায়ের নিচের অংশে চোট পান। পরবর্তীতে অস্ত্রোপচারও করানো লেগেছিল তার।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ৮৯ টেস্ট খেলে বেয়ারস্টো ১২ সেঞ্চুরিতে রান করেছেন ৫৪৮২। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি ৬৬টি; ৮ ফিফটিতে রান ১ ৩৩৭। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮০ ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ৩ সেঞ্চুরিতে করেছেন ৪ ৩০৪ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বেয়ারস্টো। দুই চির প্রতিপক্ষের টেস্ট লড়াইয়ে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে।

 

পূর্ববর্তী নিবন্ধগর্ভবতী হওয়ার সুবিধা জানালেন ইলিয়েনা
পরবর্তী নিবন্ধফের আলোচনায় তামান্না-বিজয়