পপুলার২৪নিউজ প্রতিবেদক:
১৫৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। এক লায়নের ঘূর্ণি জাদুর কারণে টাইগারদের দ্বিতীয় ইনিংস আর পঞ্চমদিনে গড়াতে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে এখন ৮৬ রানের সহজ টার্গেট।
বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলার শুরুতে কোনো রান যোগ না করেই শেষ হয় অজি ইনিংস। ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আর অজিরা লিড নেয় ৭২ রানের।
জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব ভালো হয়নি। দ্বিতীয় ইনিংসের ১১ রান তুলতেই সাজঘরে ফেরেন সৌম্য। ব্যক্তিগত ৯ রান তুলতেই প্যাট কামিন্সের বলে রেনশ’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইমরুল কায়েসকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তামিম ইকবাল। তবে দলীয় ৩২ রানের মাথায় এগিয়ে মারতে গিয়ে ওয়েডের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ব্যক্তিগত ১২ রানে মাঠ ছাড়েন তামিম।
এরপর ফেরেন ইমরুল কায়েস। লায়নের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৫ রানে সাজঘরের পথ ধরেন ইমরুল। বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র ৩৭।
লায়নের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র দুই রান করে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
পরে চেনা পথেই ফেরেন নাসির হোসেন। মাত্র ৫ রানে ও’কিফের বলে ক্যাচ দিয়ে আসা যাওয়ার মিছিলে নাম লেখান তিনি।
অজিদের ৭২ রানের লিড তাড়া করে লাঞ্চের আগে ২৯ রানে পিছিয়ে থাকাকালীন পাঁচ উইকেটে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই অবস্থা থেকে অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটিংয়ে লিড নেয় টাইগাররা। দুই ব্যাটসম্যানের চেষ্টায় লাঞ্চের আগেই ১১ রানের লিড নেয় বাংলাদেশ। তবে লাঞ্চ থেকে ফিরেই ব্যক্তিগত খাতায় চার রান যোগ করে সাজঘরের পথ ধরেন সাব্বির।
দলীয় ৯৭ এবং ব্যক্তিগত ২৪ রানের মাথায় নাথান লায়নের বল এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।
এরপর প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ভরসার প্রতীক অধিনায়ক মুশফিক। ব্যক্তিগত ৩১ ও দলীয় ১২৯ রানে সাজঘরে ফেরেন তিনি।
মাঠে থেকে দলকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মুমিনুল ও মেহেদী মিরাজ। তবে মুমিনুল ফিরলে শেষ আশাটুকুও মিলিয়ে যায়।
মেহেদী মিরাজের সঙ্গী হয়ে লেজের ঝাপটায় দিনটি কাটিয়ে দেয়ার চেষ্টা করছিলেন তাইজুল। কিন্তু লায়ন তো তখনো মাঠে। তার ষষ্ঠ শিকার হয়ে ৩২ বল খেলে মাত্র ৪ রান করে ফেরত যান তাইজুল।
শেষ উইকেট হিসেবে মাঠে নামা মোস্তাফিজুর রহমানকে শূন্য রানে বিদায় করেন ও’কিফ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৭ রানে।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হন।