৭ গোলের ম্যাচে হারলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার ২-০ গোলে কাছে হেরেছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুর্দশা কাটছেই না। টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা। এবার ৩ গোল দিয়েও জারতে হলো। পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় তাদের।

জুভেন্টাস হারলেও ইতালিয়ান আরেক জায়ান্ট এসি মিলান প্রতিপক্ষকে একহালি গোল দিয়ে উড়িয়ে দিয়েছে। ডায়নামো জাগরেবের মাঠে গিয়ে তাদেরকে এসি মিলান হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।

এইচ গ্রুপ থেকে আগেই বিদায় অনেকটাই নিশ্চিত হয়েছিল জুভদের। তবে এই ম্যাচ পরাজয়ের ফলে বিদায়টা পুরোপুরি নিশ্চিত হয়ে গেলো তাদের। অন্যদিকে ডায়নামো জাগরেবের বিপক্ষে জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রেখেছে এসি মিলান।

 

পূর্ববর্তী নিবন্ধআমার গানের দেশ আসলে বাংলাদেশ: কবীর সুমন
পরবর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬