৬ ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট উঠা-নামা শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা পুনরায় শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকে বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, বিমানের লন্ডনগামী বিজি-০০১ ফ্লাইটটি বেলা ১১ টায় ছেড়ে গেছে। আরও ৩টি ফ্লাইট অনবোর্ড ও চেকিং প্রক্রিয়া সম্পন্ন করছে।

ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম এমন ধারণা করা হয়েছিল। তবে কুয়াশা কাটায় সাড়ে ১০টার পর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ভোর রাত ৪টা থেকে কোনো ফ্লাইট অবতরণ করেনি। এ সময় পর্যন্ত কোন ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করেনি। তবে সকাল সাড়ে ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট উঠা-নামা শুরু করেছে। ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বহির্গামী রিসিডিউল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সাদের ঢাকা ত্যাগ
পরবর্তী নিবন্ধ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৯৭ জন