৫-৬ সপ্তাহ মাঠের বাইরে তামিম

স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরি গুরুতর হওয়ায় আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।পিএসলে পেশোয়ার জালমির হয়ে এলিমিনেটর ম্যাচে হাঁটুতে ব্যথা অনুভব করলে ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তামিম।

সেখানে তার হাঁটুতে স্ক্যান শেষে কোনো সুসংবাদ দিতে পারেননি ব্যাংককের চিকিৎসকেরা। বরং যা শুনিয়েছেন সেটা তার জন্য দুঃসবাদই বয়ে আনলো।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র রোববার (২৫ মার্চ) বিষয়টি জানিয়েছে। সুত্রের দেয়া তথ্যমতে, ‘ব্যাংককে ওর স্ক্যান রিপোর্ট ভাল আসেনি। হাঁটুর যা অবস্থা তাতে হয়তো আগামী ৫-৬ সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে। এর মধ্যেই সে তার পুনর্বাসনের কাজ চালিয়ে যাবে।’

প্রসঙ্গত, গেল ২২ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পিএসএল নয়, সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতেই অজি শল্যবিদ ডেভিড ইয়াং তার যে হাঁটুতে অস্ত্রপচার করেছিলেন সেখানে ব্যথা অনুভব করছিলেন তামিম। ফলে কালবিলম্ব না করে টুর্নামেন্ট শেষ না করেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ব্যাংককের বিমানে চাপেন এই টাইগার হার্ডহিটার।

পূর্ববর্তী নিবন্ধটেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার
পরবর্তী নিবন্ধডিজিটাল আইনের চার ধারা নিয়ে ১০ দেশের ‘আপত্তি’