৫৪ বছর আগের খবরের কাগজ মিলল বরফ পাহাড়ে

পপুলার২৪নিউজ ডেস্ক: ৫৪ বছর কেটে গেছে। তবু অক্ষত রয়েছে সংবাদপত্র। ফ্রান্সের তুষারাবৃত মন্ট ব্লাঙ্ক পার্বত্য উপত্যকার বসনস গ্লেসিয়ারে এবার পাওয়া গেল ভারতীয় এক সংবাদপত্র।

যে সংবাদপত্রের শিরোনাম ‘ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী’। ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার কথা উল্লেখ করে সেই প্রতিবেদন লেখা হয়েছে।

জানা গেছে, ইন্দিরা যে বছর প্রধানমন্ত্রী হন, তারপরের বছরেই ফ্রান্সে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়েছিল। সেখান থেকেই এক সংবাদপত্র রয়ে গেছে বছরের পর বছর। ফরাসি রেস্তোরাঁ ‘ল্যা কাবানা দু সিয়েরো’র মালিক টোমোথি মটটিন এ সংবাদপত্র খুঁজে পান।

পূর্ববর্তী নিবন্ধওয়েব সিরিজ: অনৈতিক অবৈধ কনটেন্ট সরাতে নির্দেশ
পরবর্তী নিবন্ধমুজিববর্ষের এক কোটি ‘স্মারক বৃক্ষ’ রোপণ কর্মসূচি শুরু আজ