৫০টি গান করবেন মুহিন !

পপুলার২৪নিউজ ডেস্ক
কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন সংগীত পরিচালক হিসেবে খুব ব্যস্ত সময় পার করছেন মুহিন খান । নতুন মৌলিক গানের সুর করা এবং সংগীত পরিচালনা নিয়েই তাঁর ভাবনা বেশি। চলতি বছর ৫০টি গান করার পরিকল্পনা করেছেন তিনি। এর মধ্যে থাকছে প্রথিতযশা শিল্পীসহ এ প্রজন্মের মোট ২৭ জন শিল্পীর গান ।
মুহিনের ৫০টি গানের তালিকার ইতিমধ্যে দুটি গান প্রকাশ পেয়েছে। এ ছাড়া গত শনি ও রোববার দুটি নতুন গানের রেকর্ডিং হয়েছে। শনিবার বিউটি এবং রোববার অপু আমানের গান করলেন মুহিন। বলা বাহুল্য, তাঁরা তিনজনই এসেছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে ,পরিচিতিও পেয়েছেন এ আয়োজনের মাধ্যমেই।
বিউটি, মুহিন ও অপু আমানের কাছাকাছি সময়ে ঢাকার সংগীতাঙ্গনে যাত্রা। ২০০৫ সালে প্রথমবার আয়োজিত ক্লোজআপওয়ানে তৃতীয় হয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বিউটি। ২০০৬ সালে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন মুহিন। ২০১০ সালে একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আরেক শিল্পী অপু। এরপর দীর্ঘদিন তাদের গানের ভুবনে পথচলা।
কণ্ঠশিল্পী হিসেবে মুহিনের বেশ পরিচিতি এবং জনপ্রিয়তা ছিল সংগীতাঙ্গনে। এবার গানের সুর করা এবং সংগীত পরিচালনায় আটঘাট বেঁধে নেমেছেন মুহিন। শনিবার ‘ওরে পাগল হয়ে খুঁজি যারে’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে ইস্কাটনের একটি স্টুডিওতে। জামাল হোসেনের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মুহিন। কণ্ঠ দিয়েছেন বিউটি। গতকাল রোববার একই স্টুডিওতে একই গীতিকারের লেখা মুহিনের সুর ও সংগীত পরিচালনায় অপু আমানের গানটির রেকর্ডিং হয়। সুবীর নন্দীর স্মরণে ‘অভিমান’ শিরোনামে গানটি ধারণ করা হয়েছে।
মুহিন বলেন, ‘আমি সংগীত পরিচালনায় আসার পর থেকেই ইচ্ছে ছিল ওদের দিয়ে গান করানোর। কিন্তু তা কেন জানি হয়ে উঠছিল না সুযোগের অভাবে। সেই সুযোগটা অবশেষে তৈরি করে দিলেন গীতিকার জামাল হোসেন। তাই জামাল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সুরে দুই শিল্পীই বেশ ভালো গেয়েছেন।’
সমসাময়িক সহশিল্পীর সুরে গান করে বিউটি আর অপু দুজনেই খুশি। তাদের আশা, গানগুলো প্রকাশের পর সাড়া ফেলবে। এর আগে গত বছর মুহিন খানের সুর সংগীতে একটি নতুন মৌলিক গানে তরুণদের পাশাপাশি সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবীর মতো বড় শিল্পীরা গেয়েছেন। গেল বছর সেপ্টেম্বরে ভারতের জনপ্রিয় শিল্পী কুমার শানুর গানও করেছেন তিনি।
মুহিন জানান ‘তুমি আপন করে নিয়ো আমায়’ শিরোনামের গানটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ইউটিউবে প্রকাশের জন্য করেছেন তিনি। ইতিমধ্যে ২টি গান প্রকাশিত হয়েছে। ৩ মাসে মোট ৫০টি গান করা হবে। সব গানের পরিকল্পনাও চূড়ান্ত। মিউজিক ভিডিও নির্মাণ শেষে ‘রঙ্গন মিউজিক মঞ্চ’তে প্রকাশ পাবে গানগুলো ।

 

পূর্ববর্তী নিবন্ধবাড্ডায় রেনুকে পিটিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি
পরবর্তী নিবন্ধঈদে ওয়ালটন এসি কিনলে লাখ টাকার ক্যাশ ভাউচারের সুযোগ