পপুলার২৪নিউজ ডেস্ক:
শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৯ জুলাই, ২০১৯ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসানের নিকট পৃষ্ঠপোষক হিসেবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সমন্বয়ক জেসমিন আক্তার, কোষাধক্ষ্য ইবরাহিম মুদ্দাসসের, প্রোগ্রাম অফিসার তাপস হালদার এবং পঞ্চম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়ক মাহমুদ মীম উপস্থিত ছিলেন।