৪ উপজেলাসহ ময়মনসিংহ সিটি নির্বাচন আজ

সাইদ রিপন: প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে আজ।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন উপক্ষ্যে সবধরেনের প্র¯‘তি নেওয়া হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ময়মনসিং সিটিতে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট হবে।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডে ভোটার আছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শহীদুল ইসলাম স্বপন মন্ডল, আবু মো. মূসা সরকার এবং ডা. বিশ্বজিৎ ভাদুড়ী।

বাছাইয়ে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নের প্রত্যাহারের শেষ দিনে এসে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী।এ কারণে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জানা গেছে, নির্বাচনে সকল কেন্দ্রে ব্যবহার হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম)। সবমিলিয়ে ব্যবহার করা হবে ২ হাজার ২৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিন। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচার চালানোর পাশাপাশি করা হয়েছে অনুশীলন ভোটিং।

তবে, মেয়র পদে নির্বাচন না হওয়ায় ভোটে মানুষের উৎসাহে কমতি থাকবে বলে শনিবার জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ । তিনি বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি এবং ইঞ্জিন চালিত যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হবে ।

এদিকে রোববার ৬টি উপজেলায় নির্বাচন হবার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের আশংকায় কুতুবদিয়া আর আদালতের আদেশে উল্লাপাড়া উপজেলার নির্বাচন স্থাগিত করা হয়েছে। তবে নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী এ ৪ উপজেলায় ভোট রোববার অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জিএম কাদের
পরবর্তী নিবন্ধপ্রথম সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিচ্ছেন ময়মনসিংহবাসী