স্পোর্টস ডেস্ক:
জেতার জন্য শ্রীলঙ্কাকে দ্রুতই অলআউট করতে হবে। পরে আবার তাড়া করতে হবে লঙ্কানদের ছুড়ে দেওয়া লক্ষ্য। এমন সমীকরণ মাথায় নিয়ে আজকের দিনের প্রথম সেশনটা খুব একটা কাজে লাগাতে পারলো না বাংলাদেশ দল। স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। এরই মধ্যে ৬০ রানের লিড নিয়ে ফেলেছে তারা। প্রথম সেশনে ২৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করেছে ৮৯ রান। এর মধ্যে প্রথম ঘণ্টায়ই তারা করে ফেলেছিল ৬৭ রান।
কুশল মেন্ডিসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ঘণ্টা নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ঘণ্টায় তিন উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তবু জয়ের জন্য ঠিক যথেষ্ট মনে হচ্ছে না এটি। কেননা এখনও আরও ছয় উইকেট বাকি লঙ্কানদের। এর মধ্যে অধিনায়ক দিমুথ করুনারাত্নে উইকেটে থিতু হয়ে খেলে ফেলেছেন ১২৭ বল।
এমতাবস্থায় চট্টগ্রাম টেস্টে ফল আসার সম্ভাবনা বেশ কম বলেই মনে হচ্ছে। তবু দ্বিতীয় সেশনে যদি বল হাতে জাদুকরী কিছু করে দেখাতে পারেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসানরা- তাহলে হয়তো শেষ সেশনে জয়ের একটা সুযোগ পেলেও পেতে পারে বাংলাদেশ।