পপুলার২৪নিউজ ডেস্ক:
দুর্ভাগ্য তামিমের! ৪৯ রানে ব্যাট করছিলেন তিনি। রঙ্গনা হেরাথের বলে জোড়ালো এলবিডাব্লিউয়ের আবেদন। আম্পায়ার সাড়া দিলেন না। কিন্তু রিভিউ নিয়ে বসলেন হেরাথ। আগের দিনও চারটি রিভিউ নিয়ে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। আজও তার ব্যতিক্রম হলো না। রিপ্লেতে দেখা গেল, হেরাথের বল তামিমের প্যাড ছোঁয়ার আগে তার ব্যাট স্পর্শ করেনি। সুতরাং পতন ঘটল বাংলাদেশের প্রথম উইকেটের।
আউট হওয়ার আগে ৯১ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ রান করেন তামিম। সৌম্য সরকারের সঙ্গে তার জুটি ৯৫ রানের। গলে প্রথম টেস্টের দুই ইনিংসে ১১৮ এবং ৬৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন এই দুজন। তাই আজও একটি বড় জুটির প্রত্যাশা ছিল সেট হয়ে যাওয়া দুই ওপেনারের কাছ থেকে। সেটা আর হলো না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য সরকার ৭৫ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রান নিয়ে ব্যাট করছেন। তার নতুন সঙ্গী হয়েছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা ইমরুল কায়েস। এর আগে প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ২৪৩ রানে পিছিয়ে। হাতে আছে আরও ৯ উইকেট।