৪৪তম বিসিএস: ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চুয়াল্লিশতম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ অগাস্টের মৌখিক পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন – পিএসসি।

কমিশনের জনসংযেগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সোমবার পিএসসির এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এ পরিস্থিতিতে গত ২৪ জুলাই পিএসসি তাদের বিভিন্ন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ক্যাডার-নন ক্যাডার) ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। নন-ক্যাডারের সব লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষাও ওই সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভিসা ছাড়া থাইল্যান্ড যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা
পরবর্তী নিবন্ধইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক